::: www.sensongs.com ::: ® Ri - Mar Jaava - Fashion ::: www.se .mp3
Found at bee mp3 search engine

বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১১

ফুরসতে ফটোগ্রাফি

শখের বশে, লেখাপড়ার ফাঁকে ফটোগ্রাফির দিকে ঝুঁকছেন অনেক ছাত্র। এমনকি ছবি বিক্রি করে টাকাও উপার্জন করছেন।

ছোটবেলা থেকেই ছবি তুলতে ইচ্ছে করত। সাধ থাকলেও সাধ্য ছিল না। 'ক্লাসে প্রথম হতে পারলে মোবাইল কিনে দেব'_ক্লাস নাইনে পড়া ছোট ভাইকে কথা দিয়েছিলেন ভাইয়া। সবাইকে তাক লাগিয়ে ক্লাসে প্রথম হলেন, আতিকুর পেলেন মোবাইল। মোবাইলের ছোট ক্যামেরা দিয়ে সারা দিন ছবি তুলে বেড়াতেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যুক্ত হলেন ফটোগ্রাফি ক্লাবের সঙ্গে। টিউশনির টাকা জমিয়ে কিনলেন ডিজিটাল ক্যামেরা। এ বছর আয়োজিত 'দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি কনটেস্ট অ্যান্ড এঙ্িিবশন'-এ 'আমার ঢাকা' বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে তাঁর তোলা একটি ছবি। শখের ফটোগ্রাফার আতিকুর রহমান স্বপ্ন দেখেন বড় ফটোগ্রাফার হিসেবে একদিন তাঁর নামও ছড়িয়ে যাবে দেশে-বিদেশে।
'ফটোগ্রাফি হলো আলো দিয়ে ছবি আঁকা। কবি বা লেখক যেমন কলম দিয়ে মনের ভাব প্রকাশ করেন, তেমনি ক্যামেরার মাধ্যমে অন্যায়-অবিচার, সুখ-দুঃখ, হাসি-কান্না ফুটিয়ে তোলেন একজন ফটোগ্রাফার। একটি ছবি হাজারো শব্দের চেয়ে বেশি শক্তিশালী। ফলে ফটোগ্রাফির শক্তি অসীম, এর ভাষা বুঝতে পারেন সবাই।' এভাবেই ফটোগ্রাফিকে বিশ্লেষণ করলেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমীর ভাইস প্রিন্সিপাল ও ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সির ফটোগ্রাফার আবীর আবদুল্লাহ। ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি শুভাশীষ রঞ্জন সরকার জানালেন, 'ফটোগ্রাফি করতে কোনো বয়স লাগে না। তবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাই ফটোগ্রাফির দিকে বেশি ঝুঁকছে।' এর কারণ জানালেন নর্থ সাউথ ফটোগ্রাফি ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার শাহরিয়ার ইকবাল_'ডিজিটাল প্রযুক্তির কারণে আগের তুলনায় ফটোগ্রাফির খরচ অনেক কমে গেছে। ছবি তোলার উপকরণ সহজলভ্য এবং তুলনামূলকভাবে সস্তায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া ফটোগ্রাফির ব্যবহারিক ক্ষেত্রও অনেক প্রসারিত। এই স্বাধীন পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফারের চাহিদা প্রচুর।' 'নর্থ সাউথ ফটোগ্রাফি ক্লাবের সভাপতি তাহসিন উল মুজিব বললেন, 'বছর দশেক আগেও মনে করা হতো_যাদের কোনো কাজ নেই তারাই ফটোগ্রাফি করে। এখন সে ধারণা বদলেছে। তা ছাড়া তখন এত মিডিয়া হাউসও ছিল না।'
'২০০৭ সালে দুই বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলাম ভারতের রাজস্থান। 'পুষ্কর' নামে একটা চমৎকার জায়গা আছে সেখানে। এটা ধর্মনগরী হিসেবে পরিচিত। সেখানে সাধারণত ছবি তুলতে দেওয়া হয় না। তার পরও কৌতূহল ধরে রাখতে না পেরে আমরা লেকের চারপাশের কয়েকটি ছবি তুললাম। এক ব্রাহ্মণ ব্যাপারটি আঁচ করতে পেরে আমাদের দুজনকে ধরে নিয়ে গেলেন কাছের মন্দিরে। ছবি তোলার অপরাধের শাস্তি হিসেবে পূজা করতে হলো।' হাসতে হাসতে ছবি তুলতে গিয়ে মজার স্মৃতি বলছিলেন নর্থ সাউথের অমিত। এমন আরেকটি ঘটনার কথা জানালেন ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাবের সদস্য আনিকা ফারজানা_'একবার কয়েক বন্ধু মিলে পুরান ঢাকায় গিয়েছিলাম হোলি উৎসবের ছবি তোলার জন্য। ছোটদের ছবি তোলার সময় তারা শান্তভাবেই পোজ দিয়েছিল। কিন্তু ছবি তোলা শেষ হতেই পেছন থেকে এসে আবীরে রাঙিয়ে দিল আমাদের সবাইকে।' এমন নানা অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি ক্লাব গড়ে তুলে এক ছাতার নিচে আসেন শখের ফটোগ্রাফাররা। শুরুতে কম সদস্য নিয়ে যাত্রা করলেও একসময় এর ব্যাপকতা বাড়ে। ১৯৯৭ সালে মাত্র ১০ জন সদস্য নিয়ে যাত্রা করলেও এখন নর্থ সাউথ ফটোগ্রাফি ক্লাবের সদস্য ১৫০ জন। দুই বছর আগে আট সদস্য নিয়ে যাত্রা করা ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাবের সদস্য প্রায় ৬০ জন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনার ক্যাম্পাসেও গড়ে তুলতে পারেন ফটোগ্রাফি ক্লাব। আর নবীন ফটোগ্রাফারদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন আবীর আবদুল্লাহ।
* গাইতে গাইতে যেমন গায়েন হতে হয়, তেমনি ছবি তুলতে তুলতে ভালো ফটোগ্রাফার হওয়া যায়।
* ফটোগ্রাফি খুব ধৈর্যের কাজ, তাই হতাশ হলে চলবে না, যথেষ্ট সিরিয়াস হতে হবে।
* শারীরিক সক্ষমতা থাকাটা খুব জরুরি।
* এই পেশায় সাফল্য লাভের জন্য একাগ্রতা, সততা ও পেশার প্রতি শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন।
* নিজের গণ্ডি শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক মানের প্রদর্শনী দেখতে হবে, আন্তর্জাতিকভাবে যেসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেগুলোতে অংশ নিতে হবে, পড়তে হবে এ সম্পর্কিত নানা বই।
* ফটোগ্রাফি সম্পর্কিত বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ ছাড়াও কোনো প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে বেসিক কোর্স করে নিলে ভালো ফল পাওয়া যায়।
ভাবছেন কোথায় কোর্স করবেন? 'পাঠশালা' ছাড়াও 'প্রিজম', 'চঞ্চল মাহমুদ ফটোগ্রাফিক ইনস্টিটিউট', চট্টগ্রামের ফটো আর্টস ইনস্টিটিউটসহ বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান ফটোগ্রাফি বিষয়ে বিভিন্ন ধরনের কোর্স করিয়ে থাকে। পাঠশালায় এক মাসের বেসিক কোর্স, দুই মাসের ফাউন্ডেশন কোর্স এবং তিন বছরমেয়াদি 'ব্যাচেলর অব আর্টস ইন ফটোগ্রাফি' বিষয়ে কোর্স করার সুযোগ রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন