::: www.sensongs.com ::: ® Ri - Mar Jaava - Fashion ::: www.se .mp3
Found at bee mp3 search engine

বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১১

মেঘবালিকা ১

তুমি আমার নিঝুম রাতের তারা
অন্ধকার অতীত ,
ব্যাস্ত বর্তমান আর ;
অনিশ্চিত ভবিষ্যতের স্বর্বঃষ ।


মাঝে মাঝে পয়সাহীন পকেট নিয়ে
বেড়িয়ে পড়ি ওনিশ্চিতের উদ্দেশ্যে ...
হয়তো কোনো বন্ধুর বড়িতে বিকেলে চায়ের আড্ডা ;
হয়তো একা একা হাটা ...
অসংখ্য অচেনা মুখের মাঝে, ব্যাস্ত শহরে ;
... ... ... ... ... ...
মাঝে মাঝে তোমাদের পাড়া দিয়ে হেটে যাই ... অতীতের অস্থিরতা নিয়ে ।
সেই অতীতের তুমি হয়তো নেই ;
কিন্তু কল্পনায় আজো সজীব আর জীবন্ত তুমি ...
আমার স্বপ্নের স্বপনীল জগতে ।

তুমি হয়তো আজ লন্ডনে,
মিসিসিপিতে -
নয়তো কায়রো কিংবা টরেন্টোতে ;
কারো বাহুবন্দী হয়ে , হেটে যাচ্ছো
গর্বীত ভঙ্গিতে ;
পেছনে ফিরে তাকাবার কথা ভাবোনি
একটিবারো ।

কিন্তু আজো আমি চিরচেনা ঢাকার
আকাশে
রাত হলেই খুঁজি তোমাকে ;
আকাশের মেঘবালিকাদের ভীড়ে;
নিঃশব্দে ; শুধু তোমাকে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন